আবারো ডুবোচরে আটকে গেল ফেরি, পঞ্চম দফায় চলাচল বন্ধ

কালের কণ্ঠ শিবচর প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ২০:০৫

নাব্যতা-সংকটের কারণে ডুবোচরে ফেরি আটকে আবারো কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে নৌ-চ্যানেলের প্রবেশমুখে সৃষ্টি হওয়া ডুবোচরে একটি ফেরি আটকে যায়। এর আগে সেপ্টেম্বর মাসে চার দফায় অন্তত ১৫ দিন বন্ধ ছিল ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরি ঘাট সূত্র জানায়, নৌপথে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। বৃহস্পতিবার ভোরে উভয় ঘাট থেকে ৬টি কেটাইপ ফেরি চলাচল শুরু করে। সকাল ৭টার দিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে কে-টাইপ ফেরি কুমিল্লা স্বল্পসংখ্যক যানবাহন ও যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। ফেরিটি পদ্মা সেতুর কাছাকাছি চায়না নৌ-চ্যালেনে প্রবেশ করলে সেখানে সৃষ্টি হওয়া ডুবোচরে আটকে যায়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ডুবোচর থেকে নিজে নিজে উদ্ধার হয়ে ফেরিটি সকাল ১০টার দিক শিমুলিয়া ঘাটে পৌঁছায়। এরপর বিআইডব্লিউটিএর সিদ্ধান্ত অনুযায়ী ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও