ভূরুঙ্গামারীতে থামছে না নদীভাঙন, হুমকির মুখে সাত শিক্ষা প্রতিষ্ঠান
ভূরুঙ্গামারীতে করোনাভাইরাস, বন্যা আর অতিবৃষ্টিতে নাকাল মানুষ। অপরদিকে থামছে না নদীভাঙন। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগ যেন জেঁকে বসেছে ভূরুঙ্গামারীতে।
চার দফা বন্যায় কৃষকের স্বপ্ন শত শত হেক্টর জমির সোনালি ফসল ডুবে নষ্ট হয়ে গেছে। ভেঙেই চলছে দুধকুমার, কালজানী। নদীর ভাঙন যেন থামছেই না।