মেঘ-রোদের লুকোচুরি খেলা, এর মাঝেই হঠাৎ ঝুম বৃষ্টি; আর কাশফুলের শুভ্র শোভা- এই নিয়েই বাংলার প্রকৃতির তৃতীয় ঋতু শরৎ। শরতে নদীর তীরে কাশফুলের শুভ্র দুলানিতে আপ্লুত হয় না, এমন মানুষ নেই।
রাজধানীর আশপাশেও কাশফুলের দেখা মেলে, তাই প্রকৃতিমুগ্ধ মানুষ ছুটে যান শুভ্র সৌন্দর্য ছুঁয়ে দিতে। এবার শরৎ তার কাশের শুভ্র শোভা মেলে ধরেছে প্রশাসনের প্রাণ সচিবালয়ে। অনেকের কাছে মিথ্যা মনে হলেও সচিবালয়ে ২০তলা ভবন নির্মাণের পরিত্যক্ত অংশে দেখা মিলবে অপূর্ব এ শুভ্রসত্যের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.