ফের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সমকাল লৌহজং প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:০১

নাব্যতা সংকটের কারণে দেড় মাসের ব্যবধানে চতুর্থবারের মতো শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার দুপুরে এ নৌরুটের লৌহজং টার্নিং চ্যানেলে নাব্য সংকট দেখা দিলে বেলা ২টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি বন্ধ হওয়ায় নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে ছোট-বড়ো মিলিয়ে আটকা পড়েছে প্রায় ৩ শতাধিক গাড়ি।

দুর্ভোগের আরেক নাম এখন শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট- এমনটি দাবি করে খুলনাগামী যাত্রী আবদুল মালেক শেখ বলেন, ‘আমরা সব সময় এ পথ দিয়ে গ্রামের বাড়ি ও ঢাকার কর্মস্থলে যাতায়াত করি। একমাস ভালোভাবে যেতে পারলে ২ মাস ভোগান্তিতে পড়তে হয়। আমরা যাত্রীসাধারণ খুব অসহায় হয়ে পড়েছি। গত শনিবার রাত ৯টার সময় ঘাটে এসেছি। সারা রাত ফেরি বন্ধ থাকার পর দুপুরে আমার গাড়িটি ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এখন আমি আমার পরিবার নিয়ে কী করবো ভেবে পাচ্ছি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও