![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fb0755850-0302-4996-9393-220f9c69122b%252FCoxs__Pic_1.jpg%3Frect%3D0%252C0%252C3000%252C1575%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
পুলিশের গণবদলি নিয়ে গণপ্রশ্ন
প্রথম আলো
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৫
অভূতপূর্ব ঘটনা ঘটেছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে, একটি জেলার সব পুলিশ সদস্যকে গণবদলি করা হয়েছে। বাহিনীতে জেলার সর্বোচ্চ পদ পুলিশ সুপার, তিনিও নেই। সর্বনিম্ন পদ কনস্টেবল—তাঁদের সবাইকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।
কক্সবাজারের সেই মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে সবাই সোচ্চার। বিতর্কিত ওসি প্রদীপ দাশসহ অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়েছে। ঘটনার পর আইনি প্রক্রিয়া ও বিচারিক ব্যবস্থা নিয়ে খুব একটা প্রশ্ন ওঠেনি। এরই মধ্যে গোটা জেলার সব পুলিশকে সরিয়ে দেওয়ায় ডালপালা মেলেছে অনেকগুলো প্রশ্ন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে