অক্টোবর-নভেম্বর সেশনের ও-লেভেল, এ-লেভেলের পরীক্ষা নির্ধারিত সময়ে: ব্রিটিশ কাউন্সিল
ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে এ বছরের অক্টোবর-নভেম্বর (২০২০) সেশনের ইন্টারন্যাশনাল জিসিএসই, আইজিসিএসই, ও-লেভেল এবং এ-লেভেল পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে । এ বিষয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলেও জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।
গতকাল বুধবার ব্রিটিশ কাউন্সিলের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন অক্টোবর-নভেম্বর সেশনের পরীক্ষায় যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ড কেবল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। পরীক্ষা ছাড়া কোনো ধরনের মূল্যায়ন হবে না। তবে, আর্ট ও ডিজাইন পরীক্ষা এর বাইরে থাকবে। এতে আরও বলা হয়, শিক্ষার্থীরা আগামী মাস থেকে পরীক্ষা দেওয়ার জন্য তাদের পছন্দের কেন্দ্রের বিষয়ে জানবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে