
রাজশাহী অঞ্চলে জলাবদ্ধতাজনিত এক অভাবনীয় সংকট তৈরি হয়েছে। একশ্রেণির প্রভাবশালী মানুষ অন্যের সুযোগ-সুবিধার কথা একেবারেই বিবেচনা না করে মাছ চাষ শুরু করেছেন। ‘মৎস্য উন্নয়নের’ প্রশ্ন থাকায় প্রথমে অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছিল। অথচ তখনই প্রশাসনের তরফে বাধা দেওয়া উচিত ছিল।
কারণ, তারা জানত, সরকারের আগাম অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। যদি কোনো কারণে রকম পরিবর্তন করা লাগে, তবে অবশ্যই জমিসংশ্লিষ্টদের প্রশাসনের অনুমতি লাগবে।বর্তমানে যত্রতত্র পুকুর খননে কৃষিজমি ব্যাপক হারে কমে যাচ্ছে।