শরীয়তপুরে বাঁধে ধস, ঝুঁকিতে এক হাজার পরিবার
শরীয়তপুরের নড়িয়ায় কেদারপুর ইউপির চণ্ডীপুর এলাকায় গত কয়েক দিন পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় আবারো ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে তিনটি বসতবাড়ি বিলীন হয়ে যায়। ঝুঁকিতে রয়েছে দুটি গ্রামের এক হাজার পরিবার।
গত শুক্রবার পদ্মার তীব্র স্রোতে চণ্ডীপুর এলাকায় ডান তীর রক্ষা বাঁধের ৪৭ মিটার অংশ ধসে যায়।
চণ্ডীপুরের বাসিন্দা চুন্নু মাদবর বলেন, হঠাৎ করে নদীতে স্রোত বেড়ে যাওয়ায় নির্মাণাধীন বাঁধে ভাঙন শুরু হয়েছে। বাড়ির একটি অংশ বিলীন হয়ে গেছে। গ্রামের এক আত্মীয়ের জমিতে আশ্রয় নিয়েছি। বাপ-দাদার ভিটে পদ্মায় বিলীন হয়ে গেল। আল্লাহই জানেন, এ জীবনে আর নিজের ভিটায় ফিরতে পারব কি না।
কেদারপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সানাউল্লাহ বলেন, হঠাৎ করে নদীতে পানি বাড়ায় এলাকায় আবার ভাঙন শুরু হয়েছে। পাঁচগাঁও ও চণ্ডীপুর গ্রামের ১ হাজার পরিবার ঝুঁকির মুখে পড়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঝুঁকিপূর্ণ
- পদ্মার পানি
- বাঁধ ভাঙ্গন