ছিনতাই, ঢিল আতঙ্কে যাত্রীরা
ঢাকার এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথটুকু ট্রেন ভ্রমণকারীদের কাছে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। অরক্ষিত স্টেশন, স্টেশনে বহিরাগতের আনাগোনা বা রাস্তায় ওত পেতে থাকা ছিনতাইকারীর কবলে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অনেক সময় চলতি ট্রেনে থাবা বা ঢিল মেরে চলছে ছিনতাইয়ের ঘটনা। রাকিবুলের মতো অনেকেই বিপদের সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত।
গাজীপুর থেকে নিয়মিত ঢাকায় যাতায়াত করেন, এমন ব্যক্তিদের নিয়ে রয়েছে ‘গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরাম’ নামের একটি ফেসবুক গ্রুপ। ১৬ সেপ্টেম্বর সজিব তুহিন নামের একজন গ্রুপে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন—‘আজ জামালপুর কমিউটার ট্রেনে গাজীপুর যাচ্ছিলাম। ৯টা ২০ মিনিটে টঙ্গীর বনমালা লেভেল ক্রসিংয়ের কাছে যেতে কয়েকজন ছিনতাইকারী চলন্ত ট্রেনে মোবাইল টান দেয়। একজনের হাতে পাথরও ছিল। জয়দেবপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রতিনিয়ত চলন্ত ট্রেনে ছিনতাই, ছিনতাই থেকে হত্যা ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। গাজীপুরের প্রশাসনকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ করছি।’