![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/18/204859_bangladesh_pratidin_NATORE-SOBJI-KHALA-GIFT-VAN.jpg)
নাটোরে নারী সবজি বিক্রেতাকে ভ্যান উপহার
জীবন যুদ্ধে হার না মানা সংগ্রামী নারী সবজি খালা বলে খ্যাত হাজেরা বেগমকে মেশিন চালিত ভ্যান উপহার দিলো নাটোরের প্রথম অনলাইন টেলিভিশন হ্যালো নাটোর। শুক্রবার বিকেলে শহরের নিচাবাজারে সবজি খালার হাতে মেশিন লাগানো ভ্যানের চাবি তুলে দেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম, হ্যালো নাটোর পরিবারের অন্যতম সদস্য শেখ রিফাদ মাহমুদ, নাহিদ আহমেদ,ওয়াকিল আহমেদ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জীবন যুদ্ধ
- সবজি বিক্রেতা