নারায়ণগঞ্জে বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহতের ঘটনায় গঠিত তিতাসের তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে প্রতিবেদন জমা দেবে কমিটি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি জানান। তিনি বলেন, তদন্ত কমিটির প্রধান অন্য সদস্যদের নিয়ে প্রতিমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে এসে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করবেন।