![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-345458-1600267706.jpg)
নড়াইলে গলায় রশি দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের আবুল কাসেম মোল্যার স্ত্রী মোসা. মাখেরা বেগম (২৫) নিজগৃহের আড়ার সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে বলে তার বাবা কাওছার কাজীর দাবি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মাখেরা বেগম আত্মহত্যা করে।