জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী হিসেবে প্রথমস্থানে বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণকারী ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশ আবারো প্রথম স্থান অর্জন করেছে। জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে শান্তিরক্ষীর সংখ্যা ৬৭৩১ জন। এদের মধ্যে ২৫৫ জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী রয়েছেন।
বর্তমানে পৃথিবীর ১১৯টি দেশ থেকে জাতিসংঘের ১৩টি শান্তিরক্ষী মিশন এবং অন্যান্য মিশনসহ মোট ২১টি মিশনে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে ৮১৮২০ জন শান্তিরক্ষী কাজ করছে। তাদের মধ্যে ৬৬৬২ জন শান্তিরক্ষী প্রেরণ করা ইথিওপিয়া দ্বিতীয়, ৬৩২২ জন শান্তিরক্ষী প্রেরণ করে রুয়ান্ডা তৃতীয় এবং ৫৬৮২ জন শান্তিরক্ষী প্রেরণ করে নেপাল চতুর্থ অবস্থানে রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.