মসজিদে বিস্ফোরণের ঘটনা দ্রুত তদন্ত হবে: সিআইডির ডিআইজি

বিডি নিউজ ২৪ নারায়ণগঞ্জ প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:২০

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনাটি দ্রুত তদন্ত করা হবে বলে সিআইডির ডিআইজি মাঈনুল হাসান জানিয়েছেন। নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদ বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মাঈনুল।

শনিবার বেলা ১১টার দিকে তার নেতৃত্বে সিআইডির একটি দল মসজিদের ভেতরে ঘুরে দেখেন।

এ সময় সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক বাবুল হোসেনসহ পুলিশ ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি সাংবাদিকদের বলেন, “বিস্ফোরণের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ ফতুল্লা মডেল থানায় অবহেলা জনিত অভিযোগে মামলা দায়ের করেছেন। সিআইডি মামলাটি তদন্তের জন্য অধিগ্রহণ করেছে। সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে মামলার দ্রুত তদন্ত কাজ সম্পন্ন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও