১০ টাকার জন্য পেটে লাথি, প্রাণ গেল বৃদ্ধের

জাগো নিউজ ২৪ নারায়ণগঞ্জ প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১০:২৮

ময়মনসিংহের পাগলায় ১০ টাকার জন্য জয়নাল মিয়া (৬৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাগলা থানার পুলের ঘাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বাশিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি গ্রামের হাট-বাজারে পেঁয়াজ-মরিচের ব্যবসা করতেন। নিহতের স্বজনদের বরাত দিয়ে পাগলা থানার ওসি (তদন্ত) সায়েদুর রহমান বলেন, জয়নাল ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় পাশের গ্রামের মোস্তফার কাছে ৩০ টাকার দেনা ছিল। শুক্রবার রাতে পুলের ঘাট বাজারে জয়নাল বেচাকেনা করার সময় মোস্তফা জয়নালের কাছে তার পাওনা টাকা দাবি করেন। এ সময় জয়নাল ২০ টাকা ফেরত দেন। বাকি ১০ টাকার জন্য দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও