কাঁঠালবাড়ি পৌঁছেছে দুই ফেরি, শিমুলিয়া যাচ্ছে একটি
নাব্যতা সংকটের কারণে ১০ দিন বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। শুক্রবার বিকেলে পরীক্ষামূলকভাবে তিনটি ফেরি চালু করা হয়েছে। এর মধ্যে দুটি ফেরি সফলভাবে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি পৌঁছেছে। এছাড়া তৃতীয় ফেরিটি শিমুলিয়ার উদ্দেশ্যে ঘাট ত্যাগ করেছে।
জানা গেছে, নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের সব চ্যানেল ২ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায়। এর আগে, দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। এতে যানবহনের সংখ্যাও কমে যায় এ রুটে। ১০ দিন বন্ধ থাকার পর শুক্রবার বিকেলে পরীক্ষামুলকভাবে ফেরি চলাচল শুরু হয়। বিকেল ৪টায় প্রথম ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর কাঁঠালবাড়ি ঘাটে পৌছায়। এর আগে, ফেরিটি লৌহজং টার্নিং পয়েন্টে আধঘণ্টা আটকে ছিল। এরপর দ্বিতীয় ফেরি ক্যামেলিয়াও সফলভাবে পার হয়। তৃতীয় ফেরি হিসেবে কে টাইপ ফেরি কাকলি শিমুলিয়ার উদ্দেশ্যে কাঁঠালবাড়ি ঘাট ত্যাগ করেছে।