রোববার তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামী রোববার তুরস্ক যাচ্ছেন। সেখানে তিনি ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। সূত্রে জানা গেছে, তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
তুরস্ক সফরের সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুর সঙ্গে বৈঠক হতে পারে ড. মোমেনের। এছাড়া বিভিন্ন ব্যক্তির সঙ্গে ড. মোমেনের বৈঠকের প্রস্তুতি চলছে। সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ১৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।