![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F30b8a9a5-d581-4833-8d61-cbfd69baeff1%252FJoypurhat_DH0618_20200909_joypurhat_9__2_.jpg%3Frect%3D0%252C26%252C1080%252C567%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ভারতে পাচারের সময় জব্দ করা ইলিশ এতিমখানায় দিল বিজিবি
সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। সেই ইলিশ কেনা নিয়ে সারা দেশে তৈরি হয়েছে চাঞ্চল্য। এবার সেই ইলিশ মাছ পেল এতিমখানার শিশু-কিশোরেরা। ইলিশ পেয়ে দারুণ খুশি তারা। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় জব্দ করা ২০ কেজি ইলিশ বিতরণের ফলে এতিমখানার শিশু-কিশোরেরা এই মাছের দেখা পেল।
পাঁচবিবি উপজেলার পশ্চিম কয়া সীমান্তের এক নম্বর পিলার দিয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভারতে পাচার করা হচ্ছিল এই ২০ কেজি ইলিশ। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে মাছগুলো ফেলে পালিয়ে যান চোরাকারবারি। সেখান থেকে এসব মাছ জব্দ করে বিজিবির কয়া ক্যাম্পে আনা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
জাগো নিউজ ২৪
| বেনাপোল, যশোর
১ বছর আগে
১ বছর, ১ মাস আগে