![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/08/og/182622_bangladesh_pratidin_Road_accident___.jpg)
শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
শেরপুরের নকলা উপজেলার পৌর এলাকার উকিলপাড়া জনস্বাস্থ্য অফিসের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহতের নাম আনন্দ (১৭)। এতে গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী বন্ধু সুজন (১৭)।
দুজনের বাড়ি নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া এলাকায় বলে জানা গেছে। আনন্দের বাবার নাম মইনদ্দিন ও সুজনের বাবার নাম সাহজাহান।