ছেলেসহ লাশ হয়ে বাড়ি ফিরলেন মুয়াজ্জিন দেলোয়ার
'ফাহমিদা, আমার এখানে আর ভালো লাগছে না। জোনায়েদ হোসেন (বড় ছেলে) অসুস্থ। দু'এক দিনের মধ্যে তাকে ডাক্তার দেখাব। এর পর চাকরি ছেড়ে দিয়ে তাকে নিয়ে একেবারেই বাড়ি চলে আসব।'
গত শুক্রবার রাতে এশার নামাজের আগে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন ভূঁইয়া (৪৭) স্ত্রী ফাহমিদা আক্তারকে মোবাইল ফোনে এ কথা বলেছিলেন। এর কিছুক্ষণ পরই মসজিদে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন তিনি ও ছেলে জোনায়েদ হোসেন (১৭)। গত শনিবার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বাবা-ছেলে দু'জনই মারা যান। রাতে ছেলের সঙ্গেই কুমিল্লার নাঙ্গলকোটের বাড়িতে ফিরেছেন দেলোয়ার; তবে অ্যাম্বুলেন্সে চড়ে, লাশ হয়ে। দেলোয়ার দীর্ঘ ২৫ বছর ধরে ওই মসজিদের মুয়াজ্জিনের পাশাপাশি ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।