দগ্ধদের আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে ভারী বার্ন ইনস্টিটিউট

ঢাকা টাইমস শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধদের আর্তনাদ আর হতাহত স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে বার্ন ইউস্টিটিউটের।

শুক্রবার রাতের ওই ঘটনায় দগ্ধদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। এখনো দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে।

শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ভিড় করছিলেন দগ্ধদের স্বজনরা। স্বজন হারানোর খবরে তাদের কেউ চিৎকার করে কাঁদছিলেন। কেউ আবার নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন। আর ভেতরে বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলেন দগ্ধরা। তাদের চিৎকার আর কান্নায় ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও