নৌপথে পণ্য পরিবহন সুবিধা নিতে যাচ্ছে ভারত-বাংলাদেশ

ইত্তেফাক বিআইডব্লিউটিএ ভবন প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১৪:৫৭

প্রথমবারের মতো নৌপথে পণ্য পরিবহন সুবিধা নিতে যাচ্ছে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। আগামী ২ সেপ্টেম্বর পরীক্ষামূলক যাত্রার মধ্য দিয়ে এই বাণিজ্য সুবিধার সূচনা হবে। ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার বাংলাদেশ সফরের দুই দিন পরই এমন সিদ্ধান্ত এলো। চলতি বছর দুই দেশের মধ্যে স্বাক্ষর হওয়া নৌপরিবহন ও বাণিজ্য চুক্তির অধীনে আগামী ২ সেপ্টেম্বর থেকে আমদানি-রপ্তানির এই নতুন বাণিজ্য সুবিধা নেবে দুই দেশ। জানা গেছে, পরীক্ষামূলকভাবে আগামী ২ সেপ্টেম্বর ভারতীয় জাহাজ এমভি প্রিমিয়ার ৫০ টন সিমেন্ট নিয়ে কুমিল্লার দাউদকান্দি থেকে গোমতি নদী দিয়ে ত্রিপুরার সোনামুরার উদ্দেশে রওনা দেবে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, গোমতি নদী ব্যবহার করে পরীক্ষামূলক যাত্রার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। জাহাজটি বাংলাদেশ থেকে পণ্য নিয়ে বিবিরবাজার পোর্ট হয়ে ভারতে প্রবেশ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও