‘সিনহাকে কেন গুলি চালানো হলো, সে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে’
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করার ঘটনাটি দুই মিনিটের মধ্যেই ঘটে এবং কেন গুলি চালানো হলো, সে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যা মামলার আসামি টেফনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী এবং উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিতকে নিয়ে আজ সকালে টেকনাফের শামলাপুর চেকপোস্ট এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানান কর্নেল তোফায়েল।আজ সকাল ১১টার দিকে কক্সবাজারে র্যাব-১৫-এর কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় মামলার আসামিদের নিয়ে টেকনাফের শামলাপুর চেকপোস্টের উদ্দেশে রওনা হয় তদন্তকারী দল। এই চেকপোস্টেই গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা।