কক্সবাজার–টেকনাফে যোগদানের কয়েক দিনের মাথায় দুই ওসি প্রত্যাহার
যোগদানের মাত্র কয়েক দিনের মাথায় কক্সবাজার সদর মডেল থানা ও টেকনাফ মডেল থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় টেকনাফ মডেল থানার ওসি মো. আবুল ফয়সলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. খায়রুজ্জামানকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন প্রথম আলোকে বলেন, অযোগ্যতার কারণে সম্ভবত দুই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানা গেছে। বদলির কাগজপত্র পৌঁছালে কারণ জানা যাবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে