হঠাৎ সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব - BBC News বাংলা
অনেকটা হঠাৎ করেই বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। করোনাভাইরাস সংক্রমণের সময় হঠাৎ কেন তাঁর এই সফর, সেই বিষয়ে বাংলাদেশ বা ভারতের কোন পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোন কিছু বলা হয়নি।
একদিনের এই সংক্ষিপ্ত সফরে তার বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ভারতের আগ্রহের কারণেই এই সফরটি হচ্ছে।