নদী ফেরেনি
একটু না হয় আড়াল করো বিষাদ-বিকেল স্বচ্ছতোয়া না হয় একটু বয়েই চলোগুমরে ওঠা কাশের ঢেউয়ে দুঃখ বাতাসতৃষ্ণা যেন উড়ে চলে পাঁজর পাতায় শ্রাবণ এলে আধেক দুয়ার পাবেই খোলানদীর জন্য আদুল মেঘেও জলছা রেখোচুপকথা সব যত্নে আছে,সেটুক জেনোপ্রেমেই না হয় বিবশ করো, সখ্য মেনো।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রবাস
- প্রবাসী বাংলাদেশি
- বিষাদ