ব্রিফিং বন্ধ হলেও তথ্য প্রবাহে কোনও অসুবিধা হবে না: নাসিমা সুলতানা
দেশের করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানানোর বিশেষ বুলেটিন বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে প্রতিদিন আড়াইটায় নিয়মিত ব্রিফিং আর হবে না। তবে ব্রিফিং বন্ধ হলেও তথ্য প্রবাহে কোন অসুবিধা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। আজ মঙ্গলবার ‘শেষ বুলেটিনের’ শেষ পর্যায়ে তিনি বলেন, ‘যদিও এ তথ্যটি ইতোমধ্যে সবাই জেনেছেন, আগামীকাল থেকে আর এই অনলাইন ব্রিফিংটি আর হবে না। তবে যথারীতি প্রেস রিলিজ যেটি দেয়া হয়, সেটা সবাইকে পাঠিয়ে দেয়া হবে। আপনারা তথ্য সবগুলোই জানতে পারবেন, তথ্য প্রবাহে কোন অসুবিধা হবে না। তথ্য নিয়মিতভাবেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে