![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcomilla-20200811090159.jpg)
টাকার বিনিময়ে কারাগারে নকল আসামি!
৮টি মাদক মামলায় অভিযুক্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আনোয়ার হোসেন। কিন্তু টাকা নিয়ে আদালতে আত্মসমর্পণ করে তার পরিবর্তে কারাগারে আছেন জেলার বরুড়া উপজেলার নকল আসামি হানিফ। সোমবার (১০ আগস্ট) নকল আসামির জামিন শুনানির সময় বিষয়টি জানাজানি হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- টাকার বিনিময়ে
- নকল আসামী