![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F10%2Frape.jpg%3Fitok%3DGOfjqHEh)
জয়পুরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক
জয়পুরহাট শহরে শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। ওই শিশুটিকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আটক কিশোরের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায়। বর্তমানে বাব-মাসহ তারা জয়পুরহাট শহরের ভাড়া বাসায় বসবাস করে। শিশুটির মা-বাবার বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, গতকাল সোমবার সকালে শিশুটিকে ফুসলিয়ে ওই কিশোর তার ঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে আহত অবস্থায় শিশুটিকে সে তাদের বাসার পাশ
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- কিশোর আটক
- শিশুকে ধর্ষণ