পাওয়ারফুল গেমিং ফোন ব্ল্যাক শার্ক থ্রিএস এলো
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২০, ১০:০২
গত কয়েক বছরে স্মার্টফোনে অনেক পরিবর্তন এসেছে, তা সে ফোনের ক্যামেরা পারফরম্যান্সের কথাই বলুন, কিংবা ব্যাটারি ব্যাকআপের কথা। এদিকে দিন দিন বেড়েছে স্মার্টফোনে মানুষের গেম খেলার নেশাও। আর সেকারণেই স্মার্টফোন কোম্পনিগুলো হাই কনফিগারেশনের সঙ্গে গেমিং ফোন বাজারে আনছে। ইতিমধ্যেই এবছরে আসুস ও লেনোভো তাদের গেমিং ফোন আরওজি ফোন থ্রি, লিজিয়ন ফোন ডুয়েল লঞ্চ করেছে। এবার আরেক গেমিং স্মার্টফোন নির্মাতা ব্ল্যাক শার্ক তাদের নতুন গেমিং ফোন ব্ল্যাক শার্ক থ্রি এস লঞ্চ করলো।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গেমিং স্মার্টফোন