৩৩ শতাংশ নারী নেতৃত্ব কার্যকরে সময় চায় আওয়ামী লীগ
বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও অনুযায়ী ২০২০ সালের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতের বিধান থাকলেও রাজনৈতিক দলগুলো তা পূরণে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগ ওই শর্তপূরণে ২০২৫ সাল পর্যন্ত সময় বাড়াতে লিখিত মতামত দিয়েছে।
বুধবার (২৯ জুলাই) আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এ সংক্রান্ত মতামত দিয়েছে। এর আগে দল নিবন্ধন সংক্রান্ত আরপিওর ধারা তুলে নিয়ে ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০’ নামে নতুন আইন করার উদ্যোগ নেয় ইসি। এরপর এ খসড়া আইনের ওপর রাজনৈতিক দলগুলোর মতামত আহ্বান করে। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ এ মতামত জানায়। যাতে নতুন আইনে ২০২০ সালের পরিবর্তে ২০২৫ সালের মধ্যে এটি কার্যকরের কথা বলা হয়েছে।