কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা পরবর্তী বাংলাদেশ এবং অর্থনীতি ভাবনা

বণিক বার্তা সম্পাদকীয় প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ১৬:৩১

কভিড-১৯ বৈশ্বিক মহামারী এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যে আধুনিক সভ্যতার ইতিহাসে হয়তো এমনতর দুঃসময় আর আসেনি। বিশ্বব্যাপী সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতিতে একটি আমূল পরিবর্তন এনেছে যা মানুষকে সামাজিকভাবে সতর্ক থাকার পাশাপাশি আর্থিক বিপর্যয়ের সৃষ্টি করেছে।

এই সময়ে পৃথিবীব্যাপী সর্বাধিক উচ্চারিত শব্দ “Social distance” মূলত এটি “physical distance”, যা করোনা ভাইরাস প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাংলাদেশের মত সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশে এই distancing নিশ্চিত করা যেমন দুরূহ তেমনি অর্থনীতি সচল রাখা সম্ভব হচ্ছে না। শারিরীকভাবে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকাটা কনশাস লিভিং ভদ্র সমাজের জন্য। হ্যান্ডশেক কোলাকুলি যুগের অবসান হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রজেশ্বর চরিত্রের শুচিবায়ুতা এখন স্বাভাবিকতায় পরিণত হয়েছে। এক্ষেত্রে প্রযুক্তি একটি বড় ভূমিকা রাখছে এবং সামাজিক অনুষ্ঠান নিত্য ভ্রমণ হ্রাস পেয়েছে। সামাজিকতার প্যারাডাইম শিফট হয়েছে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, কৃষি, খাদ্য, পরিবেশ, কর্মসংস্থান, স্বাস্থ্য, বিনোদন, শিল্প সাহিত্য সবকিছু যাপন এবং উদযাপনের প্রক্রিয়া পাল্টে গেছে এবং অনেক ক্ষেত্রে মানবিক মূল্যবোধ কমে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও