পদ্মার প্রবল স্রোতে জেলার জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট সংলগ্ন ওকিলউদ্দিন, মুন্সিকান্দি, আলমখার কান্দি ও পৈলান মোল্যাকান্দি গ্রামে গত কয়েক দিনে ১৯৭ পরিবার গৃহহীন হয়েছে। এদিকে, অব্যাহত পানি বৃদ্ধির ফলে জেলার চারটি পৌরসভা ও জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও সদর উপজেলার ৫০টি গ্রামের প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া শরীয়তপুরের কীর্তিনাশা নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে প্রায় ২০টিরও বেশি পরিবার গৃহহীন হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১০ সেন্টি মিটার কমে সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৩০ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.