১৫ বছরের আয় ভেসে গেল জলে
আব্দুল ওয়াদুদ একজন বিদেশ ফেরত মৎসজীবী। পাঁচ একর জমিতে ৬টি মাছের খামার। জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মানিগাঁও গ্রামে তিনি জুনায়েদ মৎস্য খামার নামে একটি খামার স্থাপন করেন কয়েক বছর আগে। এ খামারে ওয়াদুদ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। কিন্তু তার স্বপ্নে বাধা হয়ে আসে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। ঢলে সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বয়ে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক ভেঙে তার সাজানো স্বপ্নের মৎস্যখামার পানিতে বিলীন করে দেয়।