![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020July/sm/Azhar20200718171640.jpg)
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এটিএম আজহারের রিভিউ আবেদন প্রস্তুত
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুর্নবিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন প্রস্তুত করা হয়েছে। রায়ের সত্যায়িত অনুলিপি পেলে যে কোনো সময় এ আবেদন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করবেন বলে শনিবার জানিয়েছেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
গত ১৫ মার্চ সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেছিলেন, রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। তখন এটিএম আজহারের আইনজীবী জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে রায় পেলে রিভিউ করব।