করোনায় ফ্লাইট নিষেধাজ্ঞা

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ১১:১৩

প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের একটি অসচেতন অংশ এবং ভুয়া সনদ প্রদানকারী হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রের যৌথ অনিয়ম ও অসাবধানতার কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি একটা সংকটে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণ কঠিন নয়। প্রবাসীকল্যাণ, বিমান চলাচল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ জন্য সম্মিলিতভাবে যথা পদক্ষেপ নিতে হবে। যেকোনো মূল্যে হোক বিদেশগামী, বিশেষ করে যাঁরা প্রবাসী শ্রমিক, তাঁদের সচেতন করা সবচেয়ে জরুরি।


নির্দিষ্ট করা স্বাস্থ্যকেন্দ্র, যাঁদের কাছ থেকে কোভিড-১৯ নেগেটিভ অর্থাৎ এ রোগমুক্ত থাকার সনদ নেওয়া হবে, সেসব প্রতিষ্ঠান যাচাইয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সনদ দুই স্তরে পরীক্ষিত হতে পারে। প্রথমত, টিকিট ইস্যু করার আগে ট্রাভেল এজেন্সিগুলো অনলাইনে সনদগুলোর সত্যতা যাচাই করে নেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও