ক্যাসিনো কারবারি এনু-রূপনের ব্যাংকে ১৯ কোটি টাকা, ১২৮ ফ্ল্যাট
পুরনো ঢাকার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার নামে ব্যাংকে ১৯ কোটি টাকা এবং বিভিন্ন স্থানে ১২৮টি ফ্ল্যাটের খোঁজ মিলেছে। ক্যাসিনো কারবারের মাধ্যমে উপার্জিত অর্থে এসব সম্পদ গড়ার প্রমাণ পাওয়ার পরে এই দুই ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত মানি লন্ডারিং আইনে মামলায় অভিযোগপত্র দিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এনু-রুপনের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৩৯৪ টাকা। আদালতের আদেশে এসব টাকা এখন জব্দ রয়েছে। পুরনো ঢাকার বংশাল, ইংলিশ রোড, নয়াবাজার, মতিঝিল, শান্তিনগর, গুলশান, ধোলাইখাল, নবাবপুর এলাকায় সাতটি বেসরকারি ব্যাংকে এসব টাকা জমা রাখেন ক্যাসিনো কারবারি এই দুই ভাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.