কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাঙালির বিজ্ঞানমনস্কতা: প্রসঙ্গ করোনা

চ্যানেল আই প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১৫:৫৮

যখন আমাদের বাড়ি বানানো হচ্ছিল, প্রায়ই আব্বু বিকেলের দিকে বাসার কাজ কেমন আগাচ্ছে তা দেখার জন্য যেত। আমিও মাঝে মাঝে যেতাম। মাঝে মাঝেই দেখতাম এলাকার পরিচিত মানুষ আসত আব্বুর সাথে দেখা করতে, কথা বলতে। যখন বাড়ির ফাউন্ডেশনের পাইলিং এর কাজ চলছে, তখন মানুষ বলত, 'এত বড় বড় এতগুলা গাছ দেয়া লাগে নাকি? এখানকার মাটি পাথরের মত শক্ত! ঐখানের অমুক সাহেব ৫ তলা বাড়ি বানাইছে, কিছুই তো লাগেনাই! সব ইঞ্জিনিয়ারদের টাকা খাওয়ার ধান্ধা।' এরপরে যখন ফাউন্ডেশনের কাজ শেষ করে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল, তখন কিছু মানুষ এসে বলত, 'এত মোটা মোটা রড দেয়া লাগে স্যার! আপনি কি দশতলা বিল্ডিং বানাবেন নাকি! পাশের বিল্ডিং যখন বানাইছে তখন তো অনেক চিকন চিকন সুতার মত রড দিয়া বানাইছে, ১০ বছর তো হইয়া গেছে কিছুই হয় নাই। এগুলা আসলে বুঝলেন ঐ ইঞ্জিনিয়াররা রড সিমেন্টের দোকান দিয়া টাকা খায়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও