কেমন হবে স্থানীয় সরকার নির্বাচন?
জাতীয় নির্বাচন শেষে দেশ এখন স্থানীয় নির্বাচনমুখী। গত ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো খুব বেশি একটা সহিংসতা ছাড়াই। আগামী মাসগুলোয় পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কাউন্সিলসহ বেশকিছু স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে। বলাই যায়, জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন ইসির জন্য অনেক বড় একটি কর্মযজ্ঞ। গত দুটি স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়েছে, তার আগে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন ছিল না।
বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত গ্রহণ করে। উদ্দেশ্য ছিল তৃণমূলের রাজনীতি সংঘবদ্ধ ও সুশৃঙ্খল করা, দলীয় ভিত্তি মজবুত করা। দুটি নির্বাচন দলীয় প্রতীকে করার পর বর্তমান নির্বাচনে দলীয় কোনো প্রার্থী না রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।