‘নেবে তো আমায়?’
‘আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ,
আমি শুনেছি সেদিন তুমি
নোনা বালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছ।’
মৌসুমী ভৌমিকের এ গান আমার বড় প্রিয়। প্রায়ই শুনি, আমার বাড়ির বারান্দায় দুলুনি চেয়ারে বসে বাইরের দিকে দৃষ্টি ছড়িয়ে দিয়ে। ঠিক কী আছে গানটাতে, আমি জানি না, কিন্তু শুনতে শুনতে চোখের দৃষ্টি উদাস হয়ে যায়, মনটা হুহু করে ওঠে, কেমন একটা বিষণ্নতায় ছেয়ে যায় হৃদয়।
- ট্যাগ:
- মতামত
- গান
- মৌসুমী ভৌমিক
- নেবে