অবশেষে মাতামুহুরী নদীর ভয়াবহ ভাঙনের কবল থেকে মুক্ত হতে চলেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার কোচপাড়া অংশের ৩০০ মিটার এবং লক্ষ্যারচর ইউনিয়নের ২০০ মিটার এলাকা। নদীতীরের এই দুই অংশে বসানো হচ্ছে তিন সাইজের সর্বমোট ৭১ হাজার ৩৬৬টি সিসি ব্লক। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের নেওয়া এই প্রকল্পের কাজ কয়েকদিনের মধ্যে শেষ হলে নদীর ভাঙন এবং পৌরসভা এবং লক্ষ্যারচর ইউনিয়নের বিশাল এলাকা বন্যামুক্ত থাকবে।
সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যে কোচপাড়া অংশে সিসি ব্লক বসানোর কাজ শেষ হয়েছে। এখানে এখন চলছে উপরিঅংশের বেড়িবাঁধে মাটি কাটার কাজ। পৌরসভার বিশাল অংশ রক্ষায় মেয়র আলমগীর চৌধুরীর বিশেষ উদ্যোগে এই প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চিরিঙ্গা শাখা কর্মকর্তা (এসও) মো. শাহ আরমান সালমান কালের কণ্ঠকে জানান, মাতামুহুরী নদীর ভাঙনরোধে ৫০০ মিটারে সিসি ব্লক বসানোর জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দের বিপরীতে প্রকল্পটি গ্রহণ করা হয়। ২০১৮-১৯ অর্থবছরে ঠিকাদারী প্রতিষ্ঠান স্টার লাইট এন্ড অর্ণা কর্পোরেশন (জেভি) এই প্রকল্পের কাজ শুরু করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.