কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন কিলোমিটার বাঁধ মেরামত প্রকল্পে কেনা হচ্ছে কোটি টাকার গাড়ি

প্রথম আলো চাঁদপুর প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১৩:৪০

চাঁদপুর জেলা শহরের ষোলঘর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আঞ্চলিক কার্যালয় অবস্থিত। সেখান থেকে মাত্র চার কিলোমিটারের মধ্যেই মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা।


দুই নদীর মোহনার মুখে থাকায় চাঁদপুর শহরটি ভাঙনের ঝুঁকিতে থাকে। এ জন্য প্রায় তিন কিলোমিটার শহর রক্ষা বাঁধ তৈরি করে নদীর তীর সংরক্ষণ করা হয়। এখন নতুনভাবে ৮০০ কোটি টাকা ব্যয় করে এই বাঁধ মেরামতের মাধ্যমে নদীতীর সংরক্ষণের প্রকল্প নেওয়া হয়েছে।


পানি উন্নয়ন বোর্ড কার্যালয় থেকে চার কিলোমিটার দূরের প্রকল্প এলাকায় প্রকল্প পরিচালকের আসা–যাওয়ার জন্য একটি জিপ গাড়ি কেনা হচ্ছে। পাঁচ দরজাবিশিষ্ট এই গাড়ি কেনা হবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রি থেকে। এ জন্য প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে এক কোটি টাকা। প্রকল্প দলিলে এই তথ্য পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও