কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘অপচেষ্টার মাধ্যমে চালের দাম বাড়ালে সরকার আমদানি করবে’

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুন ২০২০, ১৭:১১

চলমান করোনা পরিস্থিতিতে যদি কোনো গোষ্ঠী চালের দাম বাড়ানোর অপচেষ্টা করে তাহলে তা মোকাবিলায় সরকারিভাবে চাল আমদানি করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দেশের এই দুঃসময়ে চালের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সরকার তার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি।

শনিবার (২৭ জুন) নওগাঁর পোরশা উপজেলা কৃষি ও বন বিভাগ আয়োজিত গাছের চারা, সবজি বীজসহ অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

চালের দাম বাড়ানোর অপচেষ্টা করা যাবে না হুঁশিয়ারি জানিয়ে মন্ত্রী বলেন, এখন ভরা মৌসুম, এই সময়ে চালের দাম বৃদ্ধি পাবার কোনো কারণ নেই। চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। ইতোমধ্যেই সরকার চাল আমদানি করার চিন্তাভাবনা শুরু করেছে। এই করোনাকালীন সময়ে অপপ্রচেষ্টার মাধ্যমে যদি চালের মূল্য বাড়ানো হয়, তাহলে সরকারিভাবেই চাল আমদানির ব্যবস্থা নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও