৩০ কোম্পানি আমদানি করবে ৮৩ হাজার টন চাল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ২০:৪৫
ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে ৩০ কোম্পানিকে ৮৩ হাজার টন চাল আমদানির অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এরমধ্যে ৪৯ হাজার টন সিদ্ধ চাল এবং ৩৪ হাজার টন আতপ চাল। আগামী ২৫ এপ্রিলের মধ্যে এসব চাল বাজারজাতের শর্ত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এসব কোম্পানির অনুকূলে বরাদ্দের পরিমাণ নির্ধারণ করে দিয়ে অফিস আদেশ জারি করে খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখা।
মন্ত্রণালয়ের সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সরকার এ অনুমোদন দিয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৬ মাস আগে