কফি বর্জ্য থেকে গলার হার, কানের দুল!

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মে ২০২৪, ১১:২৪

কফি রংয়ের গয়না হয়ত অনেকে পছন্দ করেন, কিন্তু সেই গলার হার বা কানের দুল যদি হয় কফির নির্যাস থেকে তৈরি!


পরিবেশ রক্ষার উপায় খুঁজতে গিয়ে চট্টগ্রামের একদল তরুণ-তরুণী কফি বর্জ্য থেকে গয়না তৈরির অভিনব পদ্ধতি বের করেছেন। এসব গয়না দেখতে অন্য সাধারণ গয়নার মতোই; কিন্তু সেগুলো তৈরির গল্পটা আলাদা।


উদ্ভাবকরা বলছেন, ব্র্যাকের একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে প্রকল্প ঠিক করতে গিয়ে এ উদ্ভাবনের পথে হেঁটেছেন তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও