ঢাকার তাপমাত্রা কমল
প্রথম আলো
প্রকাশিত: ০৪ মে ২০২৪, ১৭:১৩
রাজধানীর তাপমাত্রা দুই দিন ধরে কমছে। আজ শনিবার ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, এখন দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কালবৈশাখীর এ সময়ে নিজেদের সুরক্ষার জন্য সতর্কও করে দিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। তাঁরা বলেছেন, কয়েক দিনের বৃষ্টির পর তাপপ্রবাহ কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজ বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।