পানিতে করোনার অস্তিত্ব পরীক্ষা করবে ঢাকা ওয়াসা

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৪ জুন ২০২০, ২১:১৬

রাজধানীর পানিতে থাকতে পারে করোনাভাইরাসের উপস্থিতি— এমন আশঙ্কায় পানিতে করোনাভাইরাস রয়েছে কি-না তা পরীক্ষা করে দেখবে ঢাকা ওয়াসা।

প্রতিষ্ঠানটির ধারণ, রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে করোনাভাইরাসে রোগীদের। এছাড়াও বাসা-বাড়িতেও চিকিৎসা নিচ্ছে বেশির ভাগ রোগীরা। ফলে তাদের ব্যবহৃত বর্জ্য থেকে ভাইরাস পানিতে মিশে সংক্রমণ ছড়াতে পারে। এমন আশঙ্কা থেকেই তারা পরীক্ষা করে দেখবে। এছাড়াও পানিতে করোনা ভাইরাস থাকতে পারে বলে আগেই জানিয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে পানিতে এর অস্তিত্ব পাওয়া গেছে।

তবে তারা বলছেন, ঠিক কতক্ষণ পানিতে ভাইরাসটি বেঁচে থেকে সংক্রমণ ছড়ার ক্ষমতা রাখে তা গবেষণা করা দেখার দরকার। তবে বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিয়েছেন যেন— করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের বর্জ সরকারি যেন স্যুয়ারেজ না ফেলা হয়।

এবিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ‘আমরা যতদূর জানি পানযোগ্য পরিশোধিত পানিতে কোভিড-১৯ রয়েছে এমন কিছু আমরা এখনও পাইনি। তবে আমরা চেষ্টা করছি আমাদের পানিতে আছে কিনা তা পরীক্ষা করার। আমাদের নিজস্ব ল্যাব অথবা অন্য কোনও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ঢাকা ওয়াসার পানি পরীক্ষা করে দেখবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও