নদীভাঙনে ২,৩৬৫ হেক্টর এলাকা বিলীন হওয়ার আশঙ্কা
প্রথম আলো
প্রকাশিত: ২০ জুন ২০২০, ০৯:৫৫
বর্ষার বৃষ্টি ও উজানের পানির তোড়ে দেশের সব কটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। সেই সঙ্গে নদীভাঙনও শুরু হয়ে গেছে। এ বছর নদীভাঙনে ২ হাজার ৩৬৫ হেক্টর এলাকা বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গবেষণা সংস্থা বাংলাদেশ সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এমন পূর্বাভাস দিয়েছে। এতে ১৬টি এলাকার প্রায় ২৩ হাজার মানুষ গৃহহীন হবে।