‘আমাদের চার-পাঁচজনকে ঈদের নামাজও পড়তে দেয়নি এলাকাবাসী’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২০, ০২:১৩

মহামারি করোনাভাইরাসের আতঙ্কে যখন আপনজনও কাছে ভিরছে না তখন করোনাসহ সব ধরনের রোগী নিয়ে এ হাসপাতাল থেকে ও হাসপাতালে ছুটছেন মাগুরার অ্যাম্বুলেন্স চালকরা।

পেশাগত দায়িত্ব শুধু নয় বরং রোগীকে যথাসময়ে হাসপাতালে পৌঁছে দেয়াটাই তাদের মূল লক্ষ্য। কিন্তু করোনাভাইরাসের কারণে রোগীদের সেবায় নিয়োজিত থাকতে নানা সমস্যার সম্মখীন হচ্ছেন তারা।এদেরই একজন জিহারুল ইসলাম(৪০)। বাড়ি মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর ইউনিয়নের খাঁনপুর গ্রামে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার। পেশায় অ্যাম্বুলেন্স চালক। ১৮ বছর ধরে তিনি এ পেশায় নিয়োজিত। দীর্ঘদিন ধরে তিনি এ পেশায় থেকে কুড়িয়েছেন মানুষের ভালোবাসা ও আস্থা। বর্তমানে তিনি এ দুর্যোগকালীন সময়েও নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু পেশার কারণে বিভিন্ন সময় তাকে মোকাবেলা করতে হচ্ছে নানান সমস্যা।

জিহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে তিনি এ কাজ করছেন সুনামের সঙ্গে। তবে এ বছর করোনার কারণে ঝুঁকি নিয়েই তাকে কাজ করতে হচ্ছে। এতেি তিনি শিকার হচ্ছেন সাধারণ মানুষের কটূক্তির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও