কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সৈয়দ আবদুর রব: নিঃস্বার্থ ও নিবেদিতপ্রাণ সমাজসেবক

অবিভক্ত বাংলার মহাপুরুষদের মধ্যে সমাজে সত্যিকারের নিঃস্বার্থ ও নিবেদিতপ্রাণ বিরল সমাজসেবক তথা সমাজসংস্কারকদের একজন ছিলেন সৈয়দ আবদুর বর (১৯০৩-১৯৬৯)। সমাজের দুঃস্থ-অসহায়ের দুঃখ, মানবতার অবমাননা তাকে ব্যথিত করেছিল, যা তার ভবিষ্যতের জীবনদর্শন ও কর্মপ্রচেষ্টা প্রতিষ্ঠা করতেও উৎসাহিত করেছিল। এর অঙ্কুর হিসেবে তিনি ১৯২৮ সালে ফরিদপুর শহরে পৈত্রিক বাসভবনে প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিক খাদেমুল এনসান মিশন। মানব সেবায় এই মিশনের সেবা কার্যক্রম পরিচালিত হতো বাংলা, বিহার, ঊড়িষ্যা ও আসামের বিভিন্ন স্থানে বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, মহামারী ইত্যাদি দুর্যোগে। কিন্তু সমাজের বৃহত্তর সমস্যাসমূহ বিশেষত অশিক্ষা, কুসংস্কার, দুর্নীতি, তদুপরি সর্ববিধ দৈন্যতা ক্রমশ সৈয়দ আবদুর রবকে ব্যথিত করেছিল। ফলে মিশন তার কার্যক্রম শুধুমাত্র আর্তের সেবাতেই আবদ্ধ রাখে নাই, দৃষ্টি সম্প্রসারণ করেছিল সামাজিক সংষ্কার-সাধন ও পুনর্গঠনে; জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য। এরই ধারাবাহিকতায় খাদেমুল এনসান মিশন সেসময়ে বিভিন্নস্থানে গড়ে তোলে বিদ্যালয়, নৈশ্য বিদ্যালয়, পাঠাগার, এতিমখানা, কবরস্থান, ধর্মগোলা, সালিশী বোর্ড প্রভৃতি। আর এভাবেই বাংলা, বিহার, ঊড়িষ্যা ও আসামের বিভিন্নজায়গায় ৩২৮টি শাখা অফিস, ২১৩টি সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্র এবং ১১৫টি শিক্ষা ও সমাজকল্যাণ প্রতিষ্ঠানের মাধ্যমে সমিতি কার্যক্রম পরিচালনা করে। এখানে উল্লেখ করা যেতে পারে যে, প্রয়োজনীয় অর্থ, নিঃস্বার্থ কর্মীর অভাব, কিছু সমাজনেতার অসহযোগিতা এবং রক্ষণশীলদের বিরোধিতা সমিতির কার্যক্রমকে বিঘ্নিত করেছে পদে পদে। তথাপি থেমে থাকেনি মিশনের কার্যক্রম, এর গতিশীলতা। সৈয়দ আবদুর রব ছিলেন এক অনন্য সাধারণ কর্মী, চিন্তাবিদ ও সাহিত্যিক। মিশনের উদ্দেশ্য ও কর্মপরিধির বিস্তৃতি ও ব্যাপকতার সাথে সাথে তিনি এর মুখপত্র রূপে ১৯২৮ সালে তাঁরই সম্পাদনায় প্রকাশিত করতে শুরু করেন তৎকালীন বিখ্যাত পত্রিকা মোয়াজ্জিন, প্রথমে ত্রৈমাসিক এবং পরবর্তীতে মাসিক হিসেবে। তার সম্পাদনায় ১৯৩৬ সালের জানুয়ারি মাস হতে প্রকাশিত হতে থাকে অপর আরেকটি পত্রিকা The Servant of Humanity । তৎকালীন অবিভক্ত বাংলার বিশিষ্ট নেতৃবর্গ, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের অকুণ্ঠ সমর্থন, শ্রদ্ধা, আন্তরিকতা ও ভালোবাসা অর্জন করেছিল সৈয়দ আবদুর রব, তার প্রতিষ্ঠিত ঐতিহাসিক খাদেমুল এনসান মিশন এবং তার সম্পাদিত পত্রিকা দু’টি। যার প্রমান মেলে পত্রিকা দুটির সূচিপত্রে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন